Header Ads

মুর্শিদী গান

দয়াল বাবা  কেবলা কাবা
আয়নার কারিগর
আয়না বসাইয়া দে মোর
কলবের ভিতর বাবারে।


আমার বাবা আল হাছানী
যার কাছে মারফতের খনি
তলব হইয়া যার ‍মুরালী দেখালে এক নজর।


বাবা তোমার ভাংগা তরী
আমি অকুলে দিয়েছি পাড়ি
জাত কুলমান ত্যাজ্য করে বলে বক্ষিপন।


বাবা তোমার নাম ভরসায়
আমি কুলে দিয়েছি সাতার
নজরুল কান্দে গানের ছন্দে
লইতে তোর খবর।।



বাংলাদেশ স্কাউট  

No comments

Powered by Blogger.