Header Ads

বাংলাদেশ স্কাউট

বাংলাদেশ স্কাউটের স্বাধীনতার পরই শুরু হয়ে এখনো সেটা চলছে।প্রথম ১৯৭২ সালের - এপ্রিল সারাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ স্কাউট সমিতি বছরের সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতির ১১১ নং অধ্যাদেশ বলে (১১ সেপ্টেম্বর ১৯৭২, সোমবার) উক্ত সমিতি সরকারি স্বীকৃতি লাভ করে এর আগে প্রবীণ স্কাউটার সলিমুল্লাহ ফাহমীর নেতৃত্বে ২২মে ১৯৪৮ সালে ঢাকায় গঠিত হয়েছিল ইস্ট বেঙ্গল স্কাউট এসোসিয়েশন বিশ্ব স্কাউট সংস্থা (WOSM) ১৯৭৪ সালের জুন বাংলাদেশ স্কাউট সমিতিকে ১০৫ তম সদস্য হিসেবে স্বীকৃতি দেয় তবে ১৯৭৮ সালের ১৮ জুন পঞ্চম জাতীয় কাউন্সিল সভায় সমিতির নাম বদলে রাখা হয় বাংলাদেশ স্কাউটস মেয়েদের সুযোগ দেওয়ার লক্ষ্যে জাতীয় কাউন্সিল ১৯৯৪ সালের ২৪ মার্চ একাদশ সভায় বিশ্ব স্কাউট সংস্থার অনুমোদনক্রমে গার্ল-ইন-স্কাউটিং চালু করে বাংলাদেশে

১৯৭৮ সালে সদস্যসংখ্যা বৃদ্ধির বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়এর ফলশ্রুতিতে ২০১৩ সালের মধ্যে স্কাউটের সংখ্যা ১২,৮৫,৬০৭ পৌঁছেছে যা বাংলাদেশকে বিশ্ব স্কাউট সংস্থায় ৫ম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেএ সংখ্যা বেড়ে বর্তমানে বাংলাদেশ স্কাউটের সদস্য সংখ্যা ১৫,৭৯,৪৮৮(২০১৭)।  স্কাউটসের যাবতীয় কার্যক্রম, যথা: নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন, মনিটরিং, মূল্যায়ন, যোগযোগ এবং আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি কেন্দ্রীয়ভাবে ঢাকায় অবস্থিত জাতীয় সদর দফতর, স্কাউট ভবন থেকে পরিচালিত হয়ে থাকে অবশ্য দেশব্যাপি সাংগঠনিক প্রশাসনিক অবকাঠামো সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ স্কাউসকে ১২টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে বিভাগীয় পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা সিলেটে ৮টি, শিক্ষা বোর্ডভিত্তিক এবং রোভার, রেলওয়ে, নৌ এবং এয়ার  এই বিশেষ অঞ্চল ৪টির দফতর ঢাকায় অবস্থিত এভাবে বাংলাদেশের প্রতিটি বিভাগ গুলোসহ সকল স্তরে স্কাউটিং করা হচ্ছে এবং তারা নির্স্বথ ভাবে মানুষের উপকার করে আসছে।তারা যে কোন প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারছে এবং তার সবসময় দেশের সেবা আর উপকারে নিয়োজিত আছে।  
 বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে ১০+ বয়সী শিশুদের কাব স্কাউট, স্কুল মাদ্রাসার ১১ থেকে ১৬+ বয়সী বালক-বালিকাদের স্কাউট এবং কলেজ বিশ্ববিদ্যলয়ের ১৭-২৫ বয়সী যুবক রোভার স্কাউট বলে তবে রেলওয়ে, নৌ এবং এয়ার অঞ্চলের চাকরিজীবিদের জন্য ৩০ বছর পর্যন্ত বয়স নির্ধারণ করা হয়েছে এছাড়াও বিভিন্ন পর্যায়ে রয়েছে মুক্তদল ছোট থেকে তাদের সমন্ধে তাদের বয়স অনুযায়ী তাদের প্রশিক্ষণ দেওয়া যাতে তারা বড় হয়ে যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে।


এভাবে বাংলাদেশ স্কাউটের সকল কাজ শুরু হয়ে এখন সেটা চলছে।এটি একটি অরাজনৈতিক সংগঠ যা মানুষের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে সাহায্য করছে।এটি এমন একটি যা মানুষকে দেশের নেতৃত্ব দিতে শেখায়।আমাদের এ ধরণের শিক্ষা দিয়ে গেছেন এই আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওযেল।

1 comment:

Powered by Blogger.