স্কাউট ইতিহাস
স্কাউট আন্দোলনের
প্রতিষ্ঠাতা “রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড
ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল”১৮৯৯ দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র শহর ম্যাফেকিং এ যখন ২১৭
দিন বুয়রদের দ্বারা অবরুদ্ধ ছিলেন তখন তিনি নিজ সেনাদলের পাশাপাশি স্থানিয় বালকদের
ব্যবহার করে বেশ সাফলতা অর্জন করে।ম্যাফেকিং জয়ের পর তিনি দেশে ফেরেন।১৯০১ সালে তিনি
দেশে ফিরে আসেন এবং সেনাবাহীনি থেকে অবসর গ্রহণ করেণ।বি.পি দেশে ফেরার পর বালকদের কাছে তিনি মহান বীর রূপে প্রভাবিত হন।তিনি
বালকদের স্কুল পুস্তকটি পাঠ্য পুস্তকরূপে ‘Scouting
for Boys’ বইটি ব্যবহার করেণ এটি তিনি ১৯০৮ সালের জানুয়ারি মাসে লেখেন।তিনি এই
বইটিতে বিরাট সংগ্রাম এর আহ্বান শুনতে পান।তিনি বুঝতে পারেন যে দেশের বালকদিগকে শক্তিমান
পুরুষ রূপেগড়ে তোলার এক মহান সুযো তাহার সামনে উপস্থিত হয়।তিনি ভারতীয় এবং আফ্রিকার
যুলু এবং অন্যান্য র্ব্বর গোত্রে লব্ধ অভিজ্ঞতা অভিযোজন করিতে লাগলেন।১৯০৭ সালে গ্রীষ্মকালে
ব্রাউনসী দ্বীপে পৃথিবীর প্রথম স্কাউট শিবির অনুষ্ঠিত হয়।তিনি ২০ জন বালক নিয়ে ১৯০৭
সালের ২৯ আগস্ট থেকে ০৮ সেপ্টেম্বর পর্যন্ত চলে এবং এই ক্যাম্পে ২০ জনকে চারটি উপদলে
ভাগ করা হয় (চখা,দাঁড়কাক,ষাঁড়,নেকড়ে) তার এই পরিক্ষা মূলক ক্যাম্প এর ফলশ্রুতিতে
ইংল্যান্ড আমেরিকা সহ পর্যায় ক্রমে সারা বিশ্বে প্রভাব ফেলে।এভাবে পর্যায় ক্রমে বিশ্
ব্যাপি স্কাউট সারা বালক-যুবকদের কাছে একটি অরাজনৈতিক আন্দলোন হিসাবে ছড়িয়ে পরে যা
দ্বারা মানুষের উপকার,দেশের উপকার,নিজের নেতৃত্ব করতে, বিশ্বভ্রাতৃত্ব বাজায় রাখতে
এবং প্রতিকুল পরিবেশে টিকে থাকতে শিক্ষা দেয় ইত্যাদি আরো অনেক কিছু জানা যায় এর মাধ্যমে
যা আমাদের জীবনে খুবই জরুরি।এরপর ১৯২০ সালে প্রথম বিশ্ব জাম্বুরীতে লণ্ডনে মিলিত হয়্
প্রথম বিশ্ব জাম্বুরীর পরে এই ধরনের আরো জাম্বুরী হতে থাকে-১৯২৪ সালে ডেনমার্ক…..১৯২৯
সালে ইংল্যান্ড……১৯৩৩ সালে হংগেরীতে…..১৯৩৭ সালে হল্যান্ডে।এভাবে আস্তে আস্তে সানা
বিশ্বের সাথে সাথে বাংলাদেশেও স্কাউটের বিকাশ লাভ করে ১৯৭২ সালের ৮ এপ্রিল।
Nice,important
ReplyDelete