Header Ads

প্রার্থনা সংগীত

বাদশাহ তুমি দীন ও দুনিয়ার, হে পরওয়ার দেগার
সেজদা লওহে হাজার বার আমার,হে পরওয়ার দেগার।
চাঁদ,সুরুজ আর গ্রহ তারা জ্বীন ইনছান আর ফেরেশতারা
দিন রজনী গাহিছে তারা,মহিমা তোমার,হে পরওয়ার দেগার।
তোমার নুরের রৌশনী পরসী,উজ্জল হয় যে রবী ও শশী,
রংগীন হয়ে উঠে ও বিতশী,ফুল সে বাগিচার,হে পরওয়ার দেগার।
বিশ্ব ভুবনে যাহা কিছু আছে,তোমার কাছে করুনা যাঁছে
তোমার মাঝে মরে ও বাঁচে জীবন ও সবার,হে পরওয়ার দেগার।

অনন্ত অসীম প্রেমময় তুমি,বিচার দিনের স্বামী,
যতগুনগান হে চীর মহান, তোমারই অন্তরযমী।
দ্যুলোকে ভূলোকে সবারে ছাড়িয়া,তোমারি চরণে পড়ি লুটাইয়া
তোমারি সকাশে যাঁচি হে শকতি,তোমারই করুনাকামী
অনন্ত অসীম.....................।
সরল সঠিক পূণ্য পন্থা,মোদেরে দাওগো বলি,
চালাও সে পথে যে পথে তোমার,প্রিয়জন গেছে চলি,
যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ,
হে মহাচালক,মোদের কখনো করোনা সে পথগামী।।

হে খোদা দয়াময়,রহমান রহিম
হে বিরাট হে মহান হে অনন্ত অসিম।।
নিখিল ধরণীর তুমি অধিপতি,
তুমি নিত্য ও সত্য পবিত্র অতি,
চীর অন্ধকারে তুমি ধ্রুব জ্যোতি
তুমি সুনদর মংগল মহামহিন।।
তুমি মুক্ত স্বাধীন বাধা ভন্ধনহীন
তুমি এক তুমি অদ্বীতীয় চিরদিন
তুমি সৃজন পালন ধ্বংকারী
তুমি অব্যয় অক্ষয় অনন্ত অসিম।
আমি গুনাহগার পথ অন্ধকার
জ্বালো নূরের আলো নয়নে আমার
আমি চাইনা বিচার রোজ হাশরের দিন।
চাই করুনা তোমারী ওগো হাকিম।

01


02



03








No comments

Powered by Blogger.